আমরা Digitech Valley দীর্ঘ ১৪ বছর যাবত IT Base Service (Website Development, Software Development, Digital Marketing, etc) বিষয়ে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি । কাজের পরিধি বৃদ্ধির কারনে আমাদের একজন দক্ষ ও বন্ধুত্ব মনোভাব সম্পন্ন টীম মেম্বার প্রয়োজন ।
জব লোকেশনঃ অলোকার মোড়, রাজশাহী
ধরনঃ ফুলটাইম
Job Responsiblities:
১. নতুন এবং বর্তমান ওয়েব এপ্লিকেশন সমূহের প্রয়োজন মোতাবেক ডেভেলপ ও মেইনটেইন করা (কোড আপডেট, ইরর ফিক্সিং ইত্যাদি)।
২. একজন টীম মেম্বর হিসেবে যেকোনো নতুন প্রজেক্ট এর প্ল্যানিং থেকে শুরু করে প্রজেক্ট ফাইনাল রান হওয়া পর্যন্ত কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করা।
৩. নিজেকে লেটেষ্ট ওয়েব টেকনোলজির সাথে আপডেট রাখা এবং এর প্রয়োগ নিশ্চিত করা
Requirements:
১. PHP, MySQL, JavaScript, jQuery তে দক্ষতা থাকা
২. দক্ষতা থাকা সাপেক্ষে শিক্ষাগত সার্টিফিকেট বাধ্যতামূলক নয়।
জব ও আবেদনের নিয়ম বিস্তারিত জানতে Login