কম্পিউটার অপারেটর
আবেদনের শেষ তারিখ 2025-02-28
Job Type: Part Time

জরুরি ভিত্তিতে
কোচিং সেন্টার এ কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য নিম্নে লিখিত নিয়ম অনুযায়ী আবেদনের আহ্বান করা হচ্ছে।

পদের নাম: কম্পিউটার অপারেটর
যোগ্যতা:
🔷 এইচএসসি (সমমান)।
🔷 কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
🔷 Microsoft Office এ বিজয় কিবোর্ড এ বাংলা-ইংরেজিতে মিনিটে ৩০টি শব্দ/ Word লিখতে হবে।
🔷 শিট এবং প্রশ্নের ফরমেটিং এ পারদর্শী হতে হবে।
🔷 বীজগাণিতিক সমীকরণ, জ্যামিতিক চিত্র এবং শিক্ষা উপকরণের বিভিন্ন চিত্র অঙ্কনে পারদর্শী হতে হবে।
🔷 ফটোশপের উপর প্রাথমিক ধারনা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মঘণ্টা: ৫ ঘণ্টা

শর্তাবলি:
🔷 CV-এর সাথে ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি।
🔷 খামের উপর পদের নাম এবং বিষয় উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
🔷 আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে প্রদান করতে হবে।
🔷 নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

পদসংখ্যা: ১

বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে


জব ও আবেদনের নিয়ম বিস্তারিত জানতে Login


Share on
জবটি ৫৪৮ বার দেখা হয়েছে
Member viewed: 169

More Jobs