
গত ১৬ই মার্চ ২০২৫ এ রাজশাহীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হলো রাজশাহীর টেক ফাউন্ডারদের জন্য মিটআপ ও ইফতার মাহফিল।
রাজশাহী শহরে প্রায় শতাধিক আইটি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান রয়েছে এবং প্রত্যেকেই স্ব স্ব কর্মক্ষেত্র তারা স্বমহিমায় উজ্জ্বল। কিন্তু নিজেদের মধ্যে একটি সংগঠিত আন্তযোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি উদ্যোগের অভাবে। Xerone IT এই বিষয়টি উপলব্ধি করে পবিত্র মাহে রমজানে একটি ইফতারের আয়োজন এবং টেক ফাউন্ডারদের মিটআপ এর আয়োজন করে। তাদের ডাকে সাড়া দিয়ে রাজশাহীর প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ফাউন্ডার অনুষ্ঠানে যোগ দেন। ইফতার মাহফিলটি টেক ফাউন্ডারদের মিলনমেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ফাউন্ডারগন সংক্ষিপ্ত কথা রাখেন। তবে সবার সারমর্ম একটাই যে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। তারা Xerone IT এর ফাউন্ডার, কো-ফাউন্ডার এবং টীমকে আন্তরিক ধন্যবাদ দেন এমন উদ্যোগ নেবার জন্য।
মিটআপ অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রতিটি প্রতিষ্ঠানের জন্য Xerone IT তাদের সুপরিচিত চ্যাটবট BotSailor এর প্রায় ৪৫,০০০.০০ টাকা সমমূল্যের প্রিমিয়াম সাবষ্ক্রিপশ উপহার দেন।
ইফতার, ডিনার ও ফটোসেশন এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Views 430 times