
আজ (০৬/০৯/২০২৫)আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশ এবং আমাদের ব্যক্তি ও ব্যবসায়ীক জীবনে কিভাবে গ্রহন করবো এ বিষয়কে কেন্দ্র করে Bangladesh Tech Entrepreneur Soceity এবং Rajshahi Wordpress Community উদ্যোগে How to prepare yourself to adapt to Ai শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে দুই প্রতিষ্ঠানের বিভিন্ন সদস্যগন অংশগ্রহন করেন। সেমিনারটি Bot Sailor অফিস প্রাংগনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনাব M M Muraduzzaman Konok (Xerone IT এবং Bot Sailor এর ফাউন্ডার ও সিইও), শামসুর রহমান মাহী(সিইও, RAMPSBD), নাজমুল হোসেন(ফাউন্ডার এবং কো-অর্গানাইজার Rajshahi Wordpress Community) এবং জনাব আসাদ হোসেন( সাব ব্রাঞ্চ ম্যানেজার নর্থ বেঙ্গল রিজিওন, ব্র্যাক ব্যাংক) বক্তব্য রাখেন। বক্তাগন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব এবং আমাদের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্যানেল ডিস্কাশন সেশনে বিভিন্ন প্রশ্নোত্তরে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। বিশেষকরে বিদেশ থেকে ডলার আনা এবং এতদসংক্রান্ত সমস্যা, সীমাবদ্ধতা ও সমাধান নিয়ে বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন জনাব আসাদ হোসেন( সাব ব্রাঞ্চ ম্যানেজার নর্থ বেঙ্গল রিজিওন, ব্র্যাক ব্যাংক)।
জনাব কনক সবাইকে কষ্ট করে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য শুভেচ্ছা জানান এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Views 628 times