
বাংলাদেশ টেক এন্ট্রেপ্রেনিউর সোসাইটি-এর উদ্যোগে “মিটআপ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানটি রাজশাহীর অর্ধ-শতাধিক আইটি প্রতিষ্ঠান প্রধানদের প্রাণবন্ত উপস্থিতিতে জমে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি জনাব আবু সাঈদ মাহমুদ হাসান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বাংলাদেশে টেক এন্টারপ্রেনিয়র সোসাইটি প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি জনাব এম. এম. মুরাদুজ্জামান কনক আগামীর লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডিং কমিটির সদস্য জনাব শামসুর রহমান মাহী, মোস্তফা জামান , আল-আমিন জুয়েল, শাহাদত হোসেন এবং সুলতান মাহমুদ আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত আইটি উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Views 269 times